রাজধানীর বাংলামটরে হামদর্দের নিজস্ব কার্যালয়ে আজ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক; হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
এ সময় ড.হাকীম মো.ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, বর্তমান বিশ্বে তথ্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার । হামদর্দ স্বাস্থ্য ও শিক্ষা খাতের সকল তথ্য সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিয়ে একটি আলোকিত জাতি গঠনের অন্তহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।
ভবিষ্যতে হামদর্দ টিভি প্রতিষ্ঠিত হলে এ কাজ আরো বেগবান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মোতাওয়াল্লী মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল।
স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।
শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, পরিচালক প্রশাসন অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ অবসরপ্রাপ্ত লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী, পরিচালক মানবসম্পদ উন্নয়ন ডা. হাকীম নার্গিস মার্জান, পরিচালক ক্রয় হাকীম সাইফউদ্দিন মুরাদ, পরিচালক উৎপাদন বশির আহাম্মদ এবং পরিচালক বিপণন মো. শরীফুল ইসলাম।
এ সময় তথ্য ও গণসংযোগ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।