ইহরাম বাথিং বারের ক্লিনিক্যাল ও মাইক্রোবিয়াল ট্রায়ালস বিষয়ক গবেষণাপত্র উপস্থাপন

———————————————————————-
হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর অঙ্গ প্রতিষ্ঠান হামদর্দ ইন্সটিটিউট অব ট্রেডিশনাল মেডিসিন অ্যান্ড ন্যাচারাল প্রোডাক্ট রিসার্চ (HITN & NPR) এর প্রিন্সিপাল রিসার্চ অফিসার ডা. মাশফিকা আকতার একটি গুরুত্বপূর্ণ গবেষণা পত্র জমা দিয়েছেন। গবেষণা পত্রে হামদর্দ উৎপাদিত ইহরাম বাথিং বারের ক্লিনিক্যাল এবং মাইক্রোবিয়াল ট্রায়ালস-এর ফলাফল ও বৈজ্ঞানিক বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে।
গবেষণা পত্রটি হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর সিনিয়র পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস্, পরিকল্পনা ও উন্নয়ন ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উপদেষ্টা অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন-এর কাছে জমা দেন ডা. মাশফিকা আকতার।
গবেষণাটিতে ইহরাম বাথিং বারের প্রাকৃতিক উপাদানসমূহের অ্যান্টিসেপ্টিক, অ্যান্টিফাঙ্গাল ও স্কিন-ফ্রেন্ডলি কার্যকারিতা যাচাই করা হয়। পাইলট ক্লিনিক্যাল ট্রায়াল ও ল্যাবভিত্তিক মাইক্রোবায়োলজিক্যাল টেস্টে দেখা গেছে যে, বাথিং বারের উপাদানসমূহ সংবেদনশীল ত্বকে নিরাপদভাবে ব্যবহারযোগ্য এবং এটি সাধারণ রোগজীবাণু প্রতিরোধে কার্যকর।
অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন গবেষণাপত্র গ্রহণকালে বলেন,
“হামদর্দ তার শতবর্ষী ঐতিহ্যের ধারাবাহিকতায় আধুনিক বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে প্রাকৃতিক চিকিৎসার উন্নয়ন ঘটাতে বদ্ধপরিকর। ইহরাম বাথিং বার-এর এ গবেষণা তাৎপর্যপূর্ণ একটি মাইলফলক।”
ডা. মাশফিকা আকতার বলেন, “আমরা চেষ্টা করেছি আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সঙ্গে ঐতিহ্যবাহী প্রাকৃতিক উপাদানের সমন্বয় ঘটিয়ে এই পণ্যটির কার্যকারিতা নিশ্চিত করতে। গবেষণার ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক।”
গবেষণাপত্র গ্রহণকালে উপ-পরিচালক হামদর্দ বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স আবু জাফর মো. সাদেকসহ প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।