আধুনিক জীবনে বেশিরভাগ মানুষ দীর্ঘ সময় অফিসে বসে কাজ করেন। কম্পিউটারের সামনে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার কারণে কোমর ব্যথা, ঘাড়ের ব্যথা, স্থূলতা, ডায়াবেটিস, এমনকি হৃদরোগের ঝুঁকি বাড়ে। তাই ব্যস্ত কর্মজীবনের মাঝেও সুস্থ থাকতে হলে কিছু সহজ ব্যায়াম নিয়মিত করা জরুরি। নিচে অফিস কর্মীদের জন্য কয়েকটি কার্যকর ব্যায়ামের টিপস দেওয়া হলো –
১. চেয়ারস্ট্রেচিং
কাজের ফাঁকে চেয়ারেই হালকা স্ট্রেচিং করুন।
দুই হাত মাথার উপরে তুলে টানুন, কয়েক সেকেন্ড ধরে রাখুন।
ঘাড় আস্তে ডানে–বামে ঘোরান।
এতে শরীরের পেশি শিথিল হয় এবং ক্লান্তি কমে।
২. ডেস্কএক্সারসাইজ
চেয়ারে বসে পা সোজা করে কয়েকবার উঠানামা করুন।
টেবিলে হাত রেখে হালকা চাপ দিয়ে হাত ও কাঁধের ব্যায়াম করুন।
এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং পা অবশ হয়ে যাওয়া রোধ করে।