সিনিয়র পরিচালক অধ্যাপক কামরুন নাহার হারুনের জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত

————————————————————————–
হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপদেষ্টা, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের সিনিয়র পরিচালক মার্কেটিং এ্যান্ড সেলস্, প্ল্যানিং এ্যান্ড ডেভলপমেন্ট অধ্যাপক কামরুন নাহার হারুনের জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
৮ই অক্টোবর ২০২৫, বুধবার বেলা ১১টায় হামদর্দের বাংলামটরস্থ প্রধান কার্যালয়ের মিলনায়তনে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
    
এ সময় তিনি বলেন, কাজ সবাইকে সম্মানিত করে। সিনিয়র পরিচালক বিপণন সেই সম্মান অর্জন করেছেন। ভবিষ্যতেও তিনি যেন সফলতার সঙ্গে এগিয়ে যেতে পারেন, আল্লাহর দরবারে সেই প্রার্থনা করছি। জন্মদিনের অনুভূতি ব্যক্ত করেন অধ্যাপক কামরুন নাহার হারুন।
অনুষ্ঠানে পরিচালকবৃন্দসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এছাড়া, ফুলেল শুভেচ্ছা জানিয়ে ও কেক কেটে উদযাপন করা হয় অনুষ্ঠান।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের সহকারী পরিচালক হাকীম আবু ইউছুফ আব্দুল হক ।
bn_BDBengali