বিশ্ব ইজতেমা উপলক্ষে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

———————————————————————–
বিশ্ব ইজতেমা ২০২৩ উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর উদ্যোগে ১২ জানুয়ারি ২০২৩, দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হাকীম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল।
এ সময় প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীতে গৌরবের মর্যাদায় আসীন হয়েছে। সেই মর্যাদাকে সমুন্নত রাখতে হামদর্দ মানবসেবার অনন্য কর্মতৎপরতা অব্যাহত রেখেছে। বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতেই হামদর্দ মানবসেবার বাতিঘর হয়ে গোটা বাংলাদেশের মানুষের মনে আশার আলো জ্বেলে দিচ্ছে। বিশ্ব ইজতেমায় যুগ যুগ ধরে হামদর্দ যে সেবা দিচ্ছে, তা নি:সন্দেহে মানবসেবার অনন্য উদাহরণ।
সভাপতির বক্তব্যে হামদর্দ বাংলাদেশ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হাকীম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল বলেন, বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিরা যেনো সুস্থতার সঙ্গে ইবাদত বন্দেগি করতে পারেন, সেজন্য আধুনিক হামদর্দ বাংলাদেশের রূপকার ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া ১৯৮৩ সালে টঙ্গীর বিশ্ব ইজতেমায় ফ্রি চিকিৎসাসেবার কার্যক্রম শুরু করেন। তখন আর কোনো প্রতিষ্ঠান এরকম চিকিৎসাসেবা প্রদান করতোনা। হামদর্দ সর্বপ্রথম এ ধরনের সেবার কার্যক্রম শুরু করার পর অন্য আরো অনেক প্রতিষ্ঠান সেই ধারা অনুসরণ করে ফ্রি চিকিৎসাসেবার কার্যক্রম শুরু করে। ১৯৮৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রতিবছরই হামদর্দ বিশ্ব ইজতেমা ময়দানে কেবলমাত্র মানবতার কল্যাণে স্বাস্থ্যসেবার এ আয়োজন করছে। ভবিষ্যতেও সহস্র বছর ধরে এই কার্যক্রম চলমান থাকবে বলে আমরা প্রত্যাশা করি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুর রহমান কিরণ, ভারপ্রাপ্ত মেয়র, গাজীপুর সিটি করপোরেশন; ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক, গাজীপুর; নূরুল ইসলাম নূরু, কাউন্সিলর, গাজীপুর সিটি করপোরেশন; হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব.), পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিকসহ ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।