হামদর্দ চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোনের মাসিক বিক্রয় সম্মেলন এবং রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) লক্ষ্মীপুরের গভর্নিং বডির সভা অনুষ্ঠিত
———————————————————————-
স্বাস্থ্য, শিক্ষা ও মানবকল্যাণের বাতিঘর হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোনের মাসিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি ২০২৩ সকালে চট্টগ্রামের স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন হামদর্দ এমডি’র সহধর্মিণী, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) লক্ষ্মীপুরের অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার হারুন। সম্মেলনে সভাপতিত্ব করেন পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম।
ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ‘‘সারাদেশে মানসম্মত চিকিৎসা সেবা ছড়িয়ে দিতে হবে। হামদর্দ এ ঘাটতি পূরণে আশার আলো হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে সেবা নিশ্চিত করছে। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এ সেবা নিশ্চিত করতে জোরদার প্রচেষ্টা চালানো । হামদর্দ মানুষের রোগমুক্তির জন্য ওষুধের যে বিপুল ভান্ডার তৈরি করেছে, তা সবাইকে জানাতে অবিরাম চেষ্টা চালাতে হবে।’’
তিনি আরো বলেন, ‘‘হাকীম ও বিপণন কর্মকর্তারা যত বেশি তৎপর হবেন, সাধারণ মানুষ ইউনানী-আয়ুর্বেদিক-হারবাল চিকিৎসা ব্যবস্থা থেকে তত বেশি উপকৃত হবেন।’’
সভায় বক্তব্য রাখেন উপ-পরিচালক বিপণন ডা. আবুল তৈমুর চৌধুরী, উপ-পরিচালক প্রশাসন ও এস্টেট মো. মিজানুর রহমানসহ ঊর্ধতন কর্মকর্তারা।
এদিকে, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) লক্ষ্মীপুরের গভর্নিং বডির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) লক্ষ্মীপুরের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. ইসমাইল খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) লক্ষ্মীপুরের অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার হারুন, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব.)সহ গভর্নিং বডির অন্যান্য সদস্যরা।