হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
————————————————————————–
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়েছে । আজ (২৩ জুলাই ২০২২) সকালে রাজধানীর বাংলামটরে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, এনএসআইয়ের সাবেক ডিজি কাজী গোলাম রহমান ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের মহাসচিব, হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, সাবেক সচিব মো. নূরুল ইসলাম পিএইচডি, সাবেক আইজিপি এ টি আহমেদুল হক চৌধুরী, অবসরপ্রাপ্ত লে. জে. আবু তৈয়ব মো. জহিরুল আলম, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. ইসমাইল খান ।
বৈঠকে হামদর্দ বাংলাদেশের গুরুত্বপূর্ণ নানা বিষয়ের সিদ্ধান্ত গৃহীত হয় এবং মানবকল্যাণে হাতে নেওয়া কর্মসূচির মূল্যায়ন করা হয়।
বোর্ড অব ট্রাস্টিজের সভা শেষে হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটি এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাকীম মো. জামাল উদ্দিন রাসেল, সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ অবসরপ্রাপ্ত লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী, পরিচালক ক্রয় হাকীম সাইফউদ্দিন মুরাদ, পরিচালক উৎপাদন বশির আহাম্মদ, পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের পক্ষে অধ্যাপক ড. আমানুল্লাহ, ট্রেজারার অধ্যাপক ড. আবুল খায়ের, রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জেম হোসেন ।