হোমসংবাদ সমাচারহামদর্দ বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান
হামদর্দ বাংলাদেশের এরিয়া ও ব্রাঞ্চ ম্যানেজারদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত
হামদর্দ বাংলাদেশের এরিয়া ও ব্রাঞ্চ ম্যানেজারদের পেশাগত দক্ষতা, নেতৃত্ব ও সেবার মানোন্নয়নের উদ্দেশ্যে আয়োজিত ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান রাজধানীর বাংলামোটরস্থ প্রধান কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের ৩০ জন এরিয়া ও ব্রাঞ্চ ম্যানেজারগণ এতে অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দিয়ে তিনি বলেন, “ম্যানেজারদের দায়িত্ব শুধুমাত্র লক্ষ্য পূরণ নয়; বরং তারা সেবার মান বজায় রেখে তার টিমকে যথাযত নেতৃত্ব দিতে পারলে প্রতিষ্ঠান আরও শক্তিশালী হবে। আধুনিক ব্যবস্থাপনার সঙ্গে আমাদের মানবিক চিকিৎসা দর্শনের সমন্বয় অপরিহার্য।”
প্রশিক্ষণ কর্মশালায় সিনিয়র পরিচালক, মার্কেটিং অ্যান্ড সেলস্ এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন বলেন, “টেকসই সাফল্য অর্জন করতে হলে পরিকল্পিত নেতৃত্ব, নৈতিক মানদণ্ড, বাজার বিশ্লেষণ এবং অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যানেজাররা যদি এসব নীতি অনুসরণ করেন, প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি সাফল্য নিশ্চিত করতে পারবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন ব্রিগেডিয়ার জেনারেল (অব) মাহবুব আনোয়ার, উপ-পরিচালক (মার্কেটিং) ডা. আবুল তৈমুর চৌধুরীসহ প্রোডাক্ট ম্যানেজম্যান্ট অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্টের কর্মকর্তাবৃন্দ।
পুরো প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন BRIDDHI (Industrial & Marketing Consultants) এর চেয়ারম্যান ও খ্যাতিমান মোটিভেশনাল স্পিকার মো. আকবর হাসান, যিনি অংশগ্রহণকারীদের পেশাগত আচরণ, কার্যকর নেতৃত্ব, ইতিবাচক যোগাযোগ এবং প্রাকৃতিক চিকিৎসা খাতের আধুনিক চাহিদা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।