বগুড়ায় হামদর্দের রিজিওনাল সেলস্ কনফারেন্স অনুষ্ঠিত

’’ আন্তরিকতা নিয়ে হামদর্দের স্বাস্থ্য সেবাকে সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দিতে হবে।’’ ১৮ ই আগস্ট ২০২৫, সোমবার হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের রিজিওনাল সেলস্ কনফারেন্সে এই আহ্বান জানান স্বাস্থ্য ও শিক্ষাসেবার বাতিঘর, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। বগুড়ার স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ কনফারেন্স।সিনিয়র পরিচালক মার্কেটিং এ্যান্ড সেলস্ এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া আরও বলেন, মানুষের হৃদয় জয় করার একমাত্র মাধ্যম হলো সেবা। গত ৫৪ বছরে হামদর্দ নিরন্তরভাবে সেবা প্রদানের মাধ্যমে গণমানুষের কাছে আস্থার প্রতিকে পরিণত হয়েছে। এখন সেই আস্থা ধরে রেখে হামদর্দের গুণগতমানের পণ্যকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। এ সময় তিনি সবাইকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।সিনিয়র পরিচালক মার্কেটিং এ্যান্ড সেলস্ এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুন বলেন, সব মানুষের দুয়ারে দুয়ারে হামদর্দের স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া গেলে, এ দেশের মানুষের স্বাস্থ্য সেবা প্রাপ্তির অধিকার নিশ্চিত হবে। আর এ জন্য ধারাবাহিকভাবে চেষ্টা চালাতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা মানবসেবার ক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো।অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থাপন করেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।বক্তব্য রাখেন পরিচালক উৎপাদন বশির আহম্মদ, উপ-পরিচালক প্রশাসন ও পরিচালক লিগ্যাল প্রটোকল (অ.দা) মো. মিজানুর রহমান, উপ-পরিচালক মার্কেটিং ডা. আবুল তৈমুর চৌধুরী, উপ-পরিচালক বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরী অ্যাফেয়ার্স আবু জাফর মো. সাদেকসহ রিজিওনাল কর্মকর্তারা।



        
        
        
en_USEnglish