হামদর্দের প্রধান কার্যালয়ে হেলথ্ কেয়ার সেন্টার ও তথ্য কেন্দ্রের উদ্বোধন

————————————————————————–
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের Hamdard Health Care Center 24/7 এবং তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
৬ই জুলাই,২০২৫ রোববার দুপুরে রাজধানীর বাংলামোটরে অবস্থিত প্রধান কার্যালয়ের ১২ তলায় এ দুটি কেন্দ্র উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র পরিচালক মার্কেটিং এ্যান্ড সেলস্, পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন।
বাংলাদেশের ১৮ কোটি মানুষের দ্বারে দ্বারে হামদর্দের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, সেবা ও সহমর্মিতায় আমরা বাংলাদেশে প্রথম হতে চাই । মানুষের সেবা করার চেয়ে মহৎ কাজ আর দুনিয়াতে নেই । সুতরাং নিরলস পরিশ্রমের মাধ্যমে সুস্থ ও রোগমুক্ত জাতি গঠনে আমাদেরকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন বলেন, হামদর্দ এখন অপ্রতিদ্বন্দ্বি এক নাম। মানুষের কল্যাণের চিন্তা ছাড়া হামদর্দের আর কোনো লক্ষ্য-উদ্দেশ্য নেই। সুতরাং ড. হাকীম ইউছুফ হারুন ভূঁইয়া’র দেখানো পথে আমরা যদি নিজেদের সেবাপ্রদান অব্যাহত রাখতে পারি, তবেই পরিপূর্ণ সফল হতে পারবো।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ ব্রিগেডিয়ার জেনারেল অব. মাহবুব আনোয়ার, পরিচালক অর্থ ও হিসাব মো. নাজমুল করিম এফসিএ, পরিচালক প্রশাসন মো.আব্দুল মজিদ, উপ-পরিচালক প্রশাসন এবং পরিচালক লিগ্যাল এ্যান্ড প্রটোকল (অ.দা) মো.মিজানুর রহমান, উপ-পরিচালক বিপণন ডা. তৈমুর চৌধুরী, উপ-পরিচালক বিজনেস ডেভলপমেন্ট এ্যান্ড রেগুলেটরি এ্যাফেয়ার্স আবু জাফর মো. সাদেক ।
এ সময় মোনাজাত পরিচালনা করেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের সহকারী পরিচালক হাকীম আবু ইউছুফ আব্দুল হক।
May be an image of 9 people, dais and text