হামদর্দ পাবলিক কলেজের এইসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
১৫ জুন ২০২৫ রবিবার হামদর্দ পাবলিক কলেজের এইসএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, প্রবেশপত্র বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার এসইউপি, পিএসসি এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মনজারুল আলম। অতিথিবৃন্দ শিক্ষার্থীদেরকে প্রবেশ পত্র ও শিক্ষা উপকরণ প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে হামদ্ পরিবেশন করে কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. হানিফ এবং নাতে রাসূল পরিবেশন করে অন্তরা সরকার। উক্ত অনুষ্ঠানে সেরা শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও পুরস্কার তুলে দেওয়া হয়। স্টুডেন্টস্ অব দ্যা ইয়ার নির্বাচিত হয়ে ‘হাকীম রাবেয়া হামদর্দ বৃত্তি’ অর্জন করেছে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী তামজিম মুশতারি। নাফিস ইশতিয়াক মাহি পেয়েছে ‘হাকীম আব্দুল মজিদ’ বৃত্তি। ‘হাকীম আব্দুল হামিদ’ বৃত্তি পেয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগের খাদিজা আক্তার এবং ‘শহীদ হাকীম মো. সাঈদ’ বৃত্তি পেয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগের মাহফুজুল হক সিফাত। পরে অতিথিবৃন্দ কলেজ ম্যাগাজিন ২০২৫ ’বিকশিত প্রাঙ্গণ’ এর মোড়ক উন্মোচন করেন।
