শিক্ষা ও স্বাস্থ্যসেবার অগ্রদূত হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন ভারতের আয়ূশ মন্ত্রণালয়ের সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস এর মহাপরিচালক অধ্যাপক রবিনারায়ণ আচার্য । তিনি ৪ সেপ্টেম্বর ২০২৩ সোমবার রাজধানীর বাংলামটরে হামদর্দের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড .হাকীম মো.ইউছুফ হারুন ভূঁইয়া’র সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় অধ্যাপক রবিনারায়ণ আচার্য প্রাকৃতিক চিকিৎসাব্যবস্থাকে সর্বস্তরে ছড়িয়ে দিতে ভারতের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। ড .হাকীম মো.ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বব্যাপী প্রাকৃতিক চিকিৎসার উপর মানুষের নির্ভরতা বাড়ছে। তিনি পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে ইউনানী-আয়ুর্বেদিক সেক্টরকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইউনানী চেয়ার, ভারতের প্রখ্যাত ইউনানী চিকিৎসা গবেষক অধ্যাপক ড. মনোয়ার হোসেন কাজমি, হামদর্দ বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল, পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম, উপ-পরিচালক বিপণন ডা. আবুল তৈমুর চৌধুরী।