হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শরৎকালীন নবীনবরণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

১৫ অক্টোবর ২০২৩ শনিবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো.ইউছুফ হারুন ভূঁইয়া।

 

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল খায়ের ।
হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো.আনিসুল হক, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক লে.কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব.), পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম, ভারতের প্রখ্যাত ইউনানী বিশেষজ্ঞ; হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ইউনানী চেয়ার অধ্যাপক ড. মনোয়ার হোসেন কাজমি, শ্রীলঙ্কা থেকে আগত বর্তমানে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফ্যাকাল্টি ইউনানী বিশেষজ্ঞ হাকীম ড. এসএম রইস উদ্দিন ।