হামদর্দ পাবলিক কলেজের গভর্নিং বডি’র সভা অনুষ্ঠিত
————————————————————————
কিংবদন্তি উদ্যোক্তা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া কর্তৃক প্রতিষ্ঠিত হামদর্দ পাবলিক কলেজের গভর্নিং বডি’র সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ই জুলাই, ২০২৫; বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলামোটরে হামদর্দের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের গভর্নিং বডি’র চেয়ারম্যান অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব মো.নজরুল ইসলাম, অভিভাবক সদস্য যথাক্রমে আমিরুল মোমেনীন মানিক, ইঞ্জিনিয়ার মো. নিয়ামুল বাশার, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য কানিজ ফাতেমা, বিদ্যোৎসাহী সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অব.মাহবুব আনোয়ার, সাধারণ শিক্ষক সদস্য যথাক্রমে সুরঞ্জিত দেবনাথ, তাহমিনা চৌধুরী।
সভায় গভর্নিং বডি’র চেয়ারম্যান অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন বলেন, সৎ ও যোগ্য মানুষ তৈরির স্বপ্ন নিয়েই ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া প্রতিষ্ঠা করেছিলেন হামদর্দ পাবলিক কলেজ। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি হাঁটি হাঁটি পা পা করে এখন পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে।
শিক্ষার মান অক্ষুন্ন রেখে সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হবার নিরন্তর চেষ্টা অব্যাহত থাকলে শিগগির আমরা লক্ষ্য অর্জন করতে পারবো।
সভায় গভর্নিং বডি’র সদস্য হিসেবে হামদর্দ বাংলাদেশের উপ-পরিচালক প্রশাসন ও পরিচালক লিগ্যাল ও প্রটোকল (অ.দা.) মো.মিজানুর রহমানকে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়।