হজ যাত্রীদের জন্য হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

————————————————————————–
সম্মানিত হজ যাত্রীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। রোববার রাজধানীর আশকোনা হজ অফিসের চত্বরে এ ক্যাম্প উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ওয়াক্ফ প্রশাসক (অতিরিক্ত সচিব) ড. খান মো. নুরুল আমিন। সভাপতিত্ব করেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক; হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো.ইউছুফ হারুন ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অবসরপ্রাপ্ত), পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক প্রশাসন (অতিরিক্ত দায়িত্ব) আবদুল মজিদ, পরিচালক লিগ্যাল এ্যান্ড প্রটোকল (অতিরিক্ত দায়িত্ব) মো. মিজানুর রহমান, উপ-পরিচালক বিপণন ডা. আবুল তৈমুর চৌধুরী, উপ-পরিচালক বিক্রয় মো.মোখলেছুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াক্ফ প্রশাসক ড. খান মো. নুরুল আমিন বলেন, হামদর্দ মানবসেবার ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করেছে। এর ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও হজ যাত্রীদের পাশে দাড়িয়েছে হামদর্দ। ভবিষ্যতেও মানবকল্যাণে সেবার চলমান ধারা অব্যাহত রাখবে এ প্রতিষ্ঠান।
এ সময় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, হামদর্দ নিরন্তরভাবে মানবসেবার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সম্মানিত হাজীদের পাশে আমরা সার্বক্ষণিক রয়েছি, তাদের স্বাস্থ্যসেবা নির্বিঘ্ন করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে হামদর্দ। মানুষের ব্যথার সাথী হয়ে বঙ্গবন্ধুর আদর্শের অনুপ্রেরণায় বছরব্যাপী এই প্রতিষ্ঠান সাধারণ মানুষকে নানা ধরনের সেবা দিয়ে যাচ্ছে। এছাড়া, জাতীয় দিবসগুলোতে আমরা প্রতি বছর ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করে চিকিৎসা সেবা সবার মধ্যে ছড়িয়ে দেবার অন্তহীন চেষ্টা করছি। বক্তৃতা শেষে ফিতা কেটে উদ্বোধন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্পের। এ সময় দোয়া মোনাজাত করেন মুফতি দেলোয়ার খন্দকার। উপস্থিত হাজীরাও ব্যক্ত করেন তাদের অনুভূতি।
ফ্রি মেডিকেল ক্যাম্পে হজযাত্রীদের জন্য প্রস্ততকৃত হালাল ইহরাম নিম সাবানও পাওয়া যাচ্ছে ।