স্বাস্থ্য সংস্কার কমিশনের চেয়ারম্যান এবং হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের সঙ্গে ইউনানী-আয়ুর্বেদিক ও হারবাল সেক্টরের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩০ শে এপ্রিল ২০২৫ রাজধানী ঢাকার বাংলামোটরস্থ হামদর্দের প্রধান কার্যালয়ের মিলয়াতনে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ওনার্স এ্যাসোসিয়েশন বামা’র সভাপতি ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া; আগড্যাবের সভাপতি ডা. মির্জা লুৎফর রহমান; হামদর্দের পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার; বুয়ামা’র উপদেষ্টা ডা.মো. জাহাঙ্গীর হোসেন; আগড্যাবের মহাসচিব ডা. আমিনুল বারী কানন; আগড্যাবের সিনিয়র সহ-সভাপতি ডা. মো. মামূন মিয়া; বুয়ামা’র সভাপতি ডা. তাওহীদ আল বেরুনী; ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের সদস্য ডা. মিজানুর রহমান; চাঁদপুর ইউনানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. শাহেদ হিাসেন পাটোয়ারী; রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ সংলগ্ন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. খায়রুল আলম উস্থিত ছিলেন।
বৈঠকে ইউনানী-আয়ুর্বেদিক ও হারবাল চিকিৎসা খাতের নানা সংকট ও সমস্যা তুলে ধরে প্রতিকারে প্রয়োজনীয় সংস্কারের আহ্বান জানানো হয়।