হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের সহযোগিতায় সিলেটের তিনটি ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।
সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ইউনিয়ন পরিষদ, দাউদপুর ইউনিয়ন এবং মোল্লারগাঊ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর সহকারী পরিচালক বিপণন মীর নাজমুল হাসান, সেলস ম্যানেজার মো. ইউনুস আলীসহ স্থানীয় বিশিষ্টজনরা।
এ সময় স্থানীয় বিশিষ্টজনেরা বলেন, মানবসেবার অনন্য প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ । হামদর্দ এর মত অন্যান্য প্রতিষ্ঠান এগিয়ে এলে বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা আরো সহজ হবে। দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ সবসময় এ ধরনের মানবিক কার্যক্রমকে উৎসাহিত করে।
হামদর্দের কর্মকর্তারা বলেন, গুণগত মানের ইউনানী আয়ুর্বেদিক ওষুধ বিক্রির লভ্যাংশ দিয়ে হামদর্দ সারাদেশে অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, এতিমখানা পরিচালনা করছে । আধুনিক হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠিাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র একান্ত ইচ্ছা ও নির্দেশে আমরা সিলেটের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ছুটে এসেছি। আমাদের বাতিঘর ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া মানবসেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর পথ অনুসরণ করেই হামদর্দ পরিবার আপনাদের দু:খ মুছে দেবার এই উদ্যোগ গ্রহণ করেছে।
সিলেটের তিনটি ইউনিয়নের ১০০০ বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। দুর্গতদের বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, চিড়া, চাল,ডাল দেওয়া হয়। এছাড়া প্রতিটি স্থানে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর অভিজ্ঞ হাকীমরা ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন । ক্যাম্পে প্রায় ১২০০ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।