বামা’র প্রথম কার্যনির্বাহী কমিটির সভায় আয়ুর্বেদিক শিল্পখাতকে এগিয়ে নেওয়ার প্রত্যয়
———————————————————————–
বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশন বামা’র প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪.১২.২০২২) সকালে রাজধানীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বামা’র সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান।
সভায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সচিব এবং শক্তি ঔষধালয়ের সত্ত্বাধিকারী এ বি এম গোলাম মোস্তফার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। তাঁর বর্ণাঢ্য কর্মতৎপতার উপর আলোচনা করেন সংগঠনের সদস্যরা। পাশাপাশি বিদেহি আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া সভায় আয়ুর্বেদিক শিল্পখাতের উন্নতি ও গতিশীলতার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণের প্রস্তাব অনুমোদিত হয়।
সভাপতির বক্তব্যে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, নিজেদের উৎপাদিত ওষুধের গুণগতমানের উন্নয়ন এবং নতুন নতুন উদ্ভাবন ও গবেষণার মধ্য দিয়েই আয়ুর্বেদিক শিল্পের অগ্রগতি ঘটাতে হবে। এ জন্য খাত সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হবারও আহ্বান জানান ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
সভায় বক্তব্য রাখেন হামদর্দের পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, বামা’র সিনিয়র সহ-সভাপতি মো.নুরুল হোসেন, সহ-সভাপতি মো. ফজলুর রহমান, সহ-সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক এস এম সাখাওয়াত হোসেন, অর্থ সম্পাদক ডা. মো. নুরুল হক খলিফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবুল হাসান, গবেষণা উন্নয়ন ও বৈদেশিক সম্পাদক এস এম রুবেল তালুকদার, বিভাগীয় প্রধান মো. আকরাম হোসেন, মো. মোস্তাফিজুর রহমান, মো. মঈন উদ্দিন রুবেল, মোবারক হোসেন, আনন্দ কুমার প্রামাণিক, সুশীল চন্দ্র সরকার; নির্বাহী সদস্য এ বি এম জাহাঙ্গীর, রাজীব সিংহ, মো. মিজানুর রহমান, শাহ মোহাম্মদ তোফাজ্জল হোসেন এবং মো. জাকির হোসেন।