বাতিঘরের জন্মদিনে প্রাণের উচ্ছ্বাস !

বাতিঘরের জন্মদিন উদযাপন… হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র জন্মদিন উপলক্ষে কোরআন খতম, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গত ( ১ মার্চ ২০২২) রাজধানীর বাংলামটরে হামদর্দ এর প্রধান কার্যালয়ে এ কর্মসূচি সম্পন্ন হয় । মোনাজাতে, ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করা হয়। পরে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন গণমাধ্যম ও শুভাকাঙ্ক্ষিরা ব্যবস্থাপনা পরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছার জবাবে আধুনিক হামদর্দের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, মানুষের কল্যাণে শেষ দিন পর্যন্ত কাজ করতে পারলেই নিজেকে স্বার্থক মনে করবো । তিনি সকলকে দেশপ্রেম, সততা ও আন্তরিকতা নিয়ে স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখতে আহ্বান জানান । তিনি বলেন, বঙ্গবন্ধুর দেশ গড়ার আহ্বানে মাত্র ৫০ হাজার টাকার সম্পদ নিয়ে হামদর্দের যাত্রা শুরু করে ৫০ বছর পর জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিকে পরিণত হয়েছে এ প্রতিষ্ঠান। স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে ভবিষ্যতে হামদর্দ আরো এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।