দ্বিতীয় দিনেও বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের মাঝে হামদর্দের ইফতার ও রুহ্ আফজা বিতরণ
————————————————————————-
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে দুর্ঘটনার পরের দিনেও ইফতার সামগ্রী ও শরবত রুহ্ আফজা বিতরণ করেছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ।
৫ এপ্রিল ২০২৩ বুধবার বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, বিভিন্ন দোকানের কর্মকর্তা-কর্মচারীরা হামদর্দের ইফতার সামগ্রী ও শরবত রুহ্ আফজা পেয়ে আপ্লুত হন। হামদর্দের এ ধরনের সেবা ও সহমর্মিতার কাজে মুগ্ধ হয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন ফায়ার ব্রিগেড, আইনশৃঙ্খলাবাহিনী এবং প্রশাসনের কর্মকর্তারা।
ঐতিহ্যের ধারাবাহিকতায় হামদর্দ সকল দুর্যোগে সবার আগে সহমর্মিতা ও সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। মুক্তিযুদ্ধের পর থেকে বিগত ৫২ বছর ধরে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র নেতৃত্বে এ ধরনের সেবা দিয়ে যাচ্ছে হামদর্দ।