ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র ঐক্যের আহ্বানে মোতাওয়াল্লী সমিতি’র বৃহত্তর কুমিল্লা’র সম্মেলন অনুষ্ঠিত

—————————————————————————–
মোতাওয়াল্লী সমিতি বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা জেলা শাখার সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর ২০২৩ শনিবার, সকাল ১০টায় কুমিল্লার রাজগঞ্জে স্থানীয় একটি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মোতাওয়াল্লী সমিতি বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি; হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র লিখিত বক্তব্য পড়ে শুনানো হয়।
লিখিত বক্তব্যে ড. হাকীম মো. ইউছুফ ভূঁইয়া বলেন, দীর্ঘদিন পরে হলেও এ ধরনের আয়োজন সারা বাংলাদেশের মোতাওয়াল্লীদের মধ্যে অনুপ্রেরণা যোগাবে। তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে কয়েক লক্ষ ওয়াকফ্ এস্টেট রয়েছে। বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টাকে কাজে লাগিয়ে এ সকল এস্টেটকে একতাবদ্ধভাবে সামনে এগিয়ে নিতে হবে এবং মোতাওয়াল্লীগণ একত্রিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী এবং ওয়াকফ্ প্রশাসককে নিয়ে জাতীয় সম্মেলনের ব্যবস্থা করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোতাওয়াল্লী সমিতির মহাসচিব অধ্যক্ষ ড. আলমগীর কবীর পাটোয়ারী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত ওয়াক্ফ প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মোতাওয়াল্লী হাকীম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোতাওয়াল্লী সমিতির সহ-সভাপতি ইয়ার মোহাম্মদ বেলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রবিউল হোসেন, মোতাওয়াল্লী সমিতি বৃহত্তর কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা মোজাহারুল হক মনসুর সিআইপি।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মোতাওয়াল্লী সমিতি বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ কাজী বেলাল আহাম্মদ খান।অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের বৃহত্তর কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব মো. সিদ্দিকুর রহমান।