এইচএসসিতে অসাধারণ রেকর্ড করলো হামদর্দ পাবলিক কলেজ

———————————————————————-
ঢাকার শ্রেষ্ঠতম কলেজগুলোর মধ্যে ইতিহাস সৃষ্টি করলো কিংবদন্তি উদ্যোক্তা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া কর্তৃক প্রতিষ্ঠিত হামদর্দ পাবলিক কলেজ । এইচএসসি পরীক্ষার ফলাফলে ঢাকা মহানগরীর সেরা কলেজগুলোর মধ্যে কেবল এই প্রতিষ্ঠানই শতভাগ পাশের রেকর্ড করেছে।
সারাদেশে জিপিএ-৫ প্রাপ্তির হার শতকরা ১৫.৪৫ হলেও হামদর্দ পাবলিক কলেজের মোট ৪২৯ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৩৮ জন অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তির হার শতকরা ৭৯ ভাগ।
ফলাফল ঘোষণার পর হামদর্দ পাবলিক কলেজ ক্যাম্পাসে উপস্থিত হন প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। তিনি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। উত্তীর্ণ শিক্ষার্থীরাও তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান। তৈরি হয় এক অন্যরকম আনন্দঘন পরিবেশের।
এ সময় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, শিক্ষকদের নিরলস পরিশ্রম-নিবিড় তদারকি এবং শিক্ষার্থীদের নিরন্তর প্রচেষ্টায় আজ হামদর্দ পাবলিক কলেজ সমগ্র বাংলাদেশে অসাধারণ চমক দেখিয়েছি। ভবিষ্যতেও এই সাফল্য অব্যাহত রেখে সৎ ও যোগ্য মানুষ তৈরির প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।