আয়ুর্বেদিক ওষুধ শিল্প নিয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত

————————————————————————–
বাংলাদেশে আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশন বামা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রোমোশন কাউন্সিল বিপিসি’র উদ্যোগ আয়ুর্বেদিক ওষুধ শিল্পের অগ্রগতির বিষয়ে এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন, ২০২৩, বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি ।
অনুষ্ঠানে বামা’র সভাপতি, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র শুভেচ্ছা বাণী পড়ে শুনানো হয়।
এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেন, আয়ুর্বেদিক তথা প্রাকৃতিক ওষুধ শিল্পকে এগিয়ে নিতে সরকার নানাবিধ পরিকল্পনা করেছে। প্রয়োজনে এ খাতে ভর্তুকি দেবারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, আয়ুর্বেদিক শিল্পখাতকে আন্তর্জাতিক মানে নিতে শিল্প মালিকদের সহযোগিতার কোনো বিকল্প নেই । ভবিষ্যতে আয়ুর্বেদিক ওষুধ রপ্তানি করতে শিল্প মালিকদের এগিয়ে আসার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও বামা’র উপদেষ্টা এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী, বিপিসি’র কো-অর্ডিনেটর ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।
অনুষ্ঠান উপস্থাপনা করেন বামা’র সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া ৫০ বছর ধরে নিরলস শ্রম ও প্রচেষ্টার মাধ্যমে ইউনানী আয়ুর্বেদিক ওষুধ শিল্পের অনুকরণীয় উদাহরণ হিসেবে হামদর্দকে গড়ে তুলেছেন। সুতরাং হামদর্দকে অনুসরণ করতে সকলের প্রতি আহ্বান জানান তারা।
সেমিনারে প্রবন্ধ পাঠ করেন তিব্বিয়া হাবিবিয়া কলেজের অধ্যক্ষ আ.খ. মাহবুবুর রহমান সাকী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বামা’র সাবেক সভাপতি শিবব্রত রায়, সাবেক সাধারণ সম্পাদক বাবুল ধর, আয়ুর্বেদিক ফাউন্ডেশনের মহাসচিব মোস্তফা নওশাদ জাকি, বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক বোর্ডের সদস্য আব্দুর রহমান, হামদর্দ বাংলাদেশের পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।