প্রথিতযশা ইউনানী চিকিৎসক, লেখক, অনুবাদক, সংগঠক, ইউনানী চিকিৎসা শিক্ষাবিদ অধ্যক্ষ হাকীম হাফেজ আজীজুল ইসলাম-এর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন এবং তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা-এর যৌথ উদ্যোগে এক স্মরণ সভা ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
স্মরণ সভায় এসোসিয়েশনের মহাসচিব এবং তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা-এর অধ্যক্ষ হাকীম আ.খ. মাহবুবুর রহমান সাকী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির সভাপতি ডা. মো. মিজানুর রহমান।
স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন সরকারী ইউনানী-আয়ুর্বেদিক মেডিকেল কলেজ-এর সাবেক অধ্যক্ষ ড. হাকীম আতাউর রহমান, তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা-এর সাবেক অধ্যক্ষ এবং এসোসিয়েশনের ভাইস-চেয়ারম্যান হাকীম মুহাম্মদ ইবরাহীম আলী, ভাইস-চেয়ারম্যান হাকীম এম.এ. কালাম পাটোয়ারী, হাকীম মো. কামরুজ্জামান, হাকীম সাঈদ ইস্টার্ণ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. খোরশেদ আলম, আয়ুর্বেদিক মেডিক্যাল এসোসিয়েশন-এর সভাপতি কবিরাজ আব্দুর রব খান, ঢাকা মহানগরের সভাপতি কবিরাজ সালেহ আব্দুর রহমান, কবিরাজ মো. আব্দুল মোত্তালিব মতিন, তিব্বিয়া হাবিবিয়া কলেজের সহকারী অধ্যাপক ডা. মোঃ আবদুল গনি, প্রভাষক হাকীম মো. আইয়ুব আলী, হাকীম সৈয়দ মাহমুদুল হাসান মাসউদ, ডা. নাজরিন সুলতানা, ডা. উম্মে সালমা মুন্নী, দেশীয় চিকিৎসক সমিতির মহাসচিব হাকীম মো. হাবিবুর রহমান, এসোসিয়েশনের যুগ্ম-সাংগঠনিক সচিব হাকীম মো. আব্দুল্লাহ আল-মামুন, প্রাক্তন ও বর্তমান ছাত্রদের মধ্যে হাকীম তানযীলুর রহমান, মোঃ বিল্লাল হোসেন, মো. রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন তিব্বিয়া হাবিবিয়া কলেজের প্রভাষক হাকীম মো. রুহুল আমিন মিলন।